Dhaka, Saturday | 31 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 January 2026 | English
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ
বিশ্বকাপ থেকে কি সরে দাঁড়াচ্ছে পাকিস্তান
সারাদেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
শিরোনাম:

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, মোবাইল কোর্টে ২ দিনের কারাদণ্ড

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিটর : ৭১)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে হল পরিদর্শক।

রোববার (৩১ জানুয়ারি) ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা চলাকালে আটক হন তিনি। এই ঘটনায় ঐ শিক্ষার্থীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃত শিক্ষার্থী নাম রোমান সর্দার। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী।

হল সমন্বয়কের সাথে কথা বলে জানা যায়, ঐ শিক্ষার্থী চার থেকে পাঁচবার বাইরে যাওয়ার জন্য জোরাজোরি করেন। এতে দায়িত্বরত পরিদর্শকদের সন্দেহ হলে পরীক্ষার শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরীক্ষার আগে তিনি একটি মোবাইল জমা দিলেও গোপনে আরেকটি মোবাইল নিজের কাছে রেখে পরীক্ষার হলে প্রবেশ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষার হলে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে শাস্তি দিতে পারে প্রশাসন৷

এ অপরাধে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুমিল্লা মেজিস্ট্রেট আবিদা সুলতানা মলি মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। পরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সমন্বয়ক ড. শাহিনুর বেগম।

এ বিষয়ে কেন্দ্র প্রধান সায়েদুর রহমাম বলেন, আটকৃত শিক্ষার্থী সম্পর্কে আমাদের সন্দেহ হয়েছে যে তিনি হয়তো কোনো চক্রের সাথে জড়িত যারা অর্থের বিনিময়ে পরিক্ষা দেয়। তিনি ফোন নিয়ে প্রবেশ করেছেন এবং উত্তরপত্র জমা দেওয়ার পরেও হল পরিদর্শকের কাছ থেকে জোর করে উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাই কেন্দ্র প্রধান হিসেবে আমি তাকে পুলিশ হেফাজতে পাঠানোর সুপারিশ দিয়েছি। বলেছি প্রয়োজনে লিখিত অভিযোগ জানাবো এবং প্রশাসনিক ব্যবস্থা নিবো।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝