পদ্মা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে ঘাট এলাকায় যানবাহন পারাপারে ভোগান্তি বেড়েছে এবং ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় ঘাট এলাকার নির্দিষ্ট চ্যানেলে ড্রেজিং সত্ত্বেও পর্যাপ্ত নাব্যতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে বড় আকারের ফেরি নিরাপদে ভিড়তে না পারায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিসির পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, “নদীতে নাব্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ফেরি চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই দৌলতদিয়া ৭ নম্বর ঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ঘাটটি চালু করা হবে।”
তিনি আরও জানান, বর্তমানে অন্যান্য ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। তবে নাব্য সংকট দীর্ঘস্থায়ী হলে যানবাহন পারাপারে আরও চাপ সৃষ্টি হতে পারে।
এদিকে ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রী ও চালকরা দ্রুত ড্রেজিং কার্যক্রম জোরদার করে ঘাট সচল করার দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নাব্য সংকট নিরসনে সংশ্লিষ্ট এলাকায় ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে নদীর প্রবাহ ও পানির স্তর স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরোপুরি সংকট কাটবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এফপি/অ