মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী দুইশতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর ই জান্নাত রোশনী এ সময় বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য সুলতান আহমেদ, সাবেক যুবদল নেতা মোখলেসুর রহমান বকুল ও শামসুল হক সরকার, জোনায়েদ আহমেদ, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সিদ্দিকুর রহমান রিকু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ সাজ্জাদ, ছাত্র দলনেতা শাকিল আহমেদ, সহ স্থানীয় দলীয় নেতা কর্মীরা।
এফপি/জেএস