ঢাকায় ছাত্রনেতা শারিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
গতকাল (১২ ডিসেম্বর) ২০২৫ রাজধানীর পল্টন–বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শারিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা ক্লোজ রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে, যখন তিনি একটি ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন।
আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে বিএনপি সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
পথসভায় বক্তারা বলেন, “রাজনৈতিক মতপ্রকাশ দমন করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। গুলিবর্ষণের মতো ঘটনা প্রমাণ করে দেশ আজ নিরাপদ নয়।”
বক্তারা হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে নির্বাচনের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
শেষে নেতারা আহত ছাত্রনেতা হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের হামলার প্রতিবাদে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
এফপি/জেএস