ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম, তল্লাশি অভিযান ও নজরদারি জোরদার করেছে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সম্প্রতি ঢাকায় সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
৬০ বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত লোকসমাগম এবং চলাচলকারী যানবাহন নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তল্লাশির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবির এই তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এফপি/জেএস