নওগাঁ জেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে মো. ফেরদৌস হোসেন নির্বাচিত হয়েছেন, অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম।
নির্বাচনে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো. আশিক হোসেন, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল, প্রচার সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) লিটন হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. ফরহাদ হোসেন, মো. রুহুল আমিন স্বপন ও মো. ফিরোজ হোসেন।
আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে বদলগাছী ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশ বিরাজ করে এবং সকল সদস্য উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রায়হান গিটার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমীর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেক্রেটারি জেনারেল মো. আহসান হাবীব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নির্বাচনের ফলাফল সর্বসম্মতিক্রমে মেনে নেওয়ার মাধ্যমে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের গণতান্ত্রিক চর্চা ও সাংবাদিক ঐক্যের দৃষ্টান্ত আরও একবার প্রতিষ্ঠিত হলো।
এফপি/এমআই