হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে গত (৯ ডিসেম্বর) মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নিহত রাসেল মিয়ার ছোট ভাই মো.আবুল কাশেম মিয়া (৩৬) বাদী হয়ে কাকাইলছেও ইউনিয়নের সরকার হাটীর বাসিন্দা মৃত একরাম হোসেন সওদাগরের পুত্র আল মামুন ওরফে আল কোরান সওদাগরকে প্রধান আসামী করে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে কাকাইলছেও এর কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে গত (৮ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়।
এরই জেরে পরদিন (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হয়৷ স্বজনরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। এসময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে একইদিন অর্থাৎ (৯ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১টা থেকে পরদিন (১০ ডিসেম্বর) বুধবার দুপুর ১টা পর্যন্ত ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন৷ ইতিমধ্যে সংঘর্ষের দিন তিনজনকে আটক করা হয়েছে।
এফপি/জেএস