ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করণের জন্য খুলনার ৬টি আসনে ১৫ জন এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আসম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপাল ৬টি নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের (১২ ডিসেম্বর - ১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত নিয়োগ করা হলো।
খুলনা মহানগরীর দুটি আসনের মধ্যে নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার নাজমুস সাকিব এবং সহকারী কমিশনার শেখ রায়হানা ইসলামকে। নগরীর ১৬ নম্বর ওয়ার্ড থেকে ৩১ নম্বর ওয়ার্ড পর্যন্ত সহকারী কমিশনার ইমরান হাসান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রর্বত্তীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া খুলনার জেলার চারটি আসনের মধ্যে রূপসায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, দিঘলিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, বটিয়াঘাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল- ইভান, তেরখাদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, ডুমুরিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ফুলতলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, দাকোপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেবগাতুল্যাহ, পাইকগাছায় উপজেলা সহকারী কমিশনার মো. ফজলে রাব্বী ও কয়রায় উপজেলা সহকারী কমিশনার দীপেন সাধক রনিকে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরো বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা তাদের সংশ্লিষ্ট অধিক্ষেত্রে সমন্বয় করবেন এবং খুলনা মহানগর এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমন্বয় করবেন।
এফপি/জেএস