বাগেরহাটের মোল্লাহাটে ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের পরিকল্পিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী রুবেল শেখ (৩১) সহ তিন নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার মেঝেরা গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুদিদোকানি রুবেল শেখকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত নারীরা হলেন, সুরতী বেগম (৬০), মেরী বেগম (৪০) ও নার্গিস খানম (৩৭)।
ভিকটিম পরিবারের সদস্যরা জানান, “আমাদের এক ছেলের আইডি থেকে নাকি গালাগালি করা হয়েছে—এমন অভিযোগ তুলে বিকেলে প্রতিবেশী এরশাদ সরদারের নেতৃত্বে ৮–১০ জন পুরুষ–মহিলা মিলে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়িতে ঢুকে তিনজন নারীকে বেধড়ক মারধর করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”
পরিবারের দাবি, লুটপাটের পর হামলাকারীরা বাড়ির পাশের মুদিদোকানে গিয়ে ব্যবসায়ী রুবেল শেখকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করে। এতে তার খুলি ফেটে যায়। এ সময় দোকানে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় তারা।
দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগের বিষয়ে জানতে হামলাকারীদের বাড়িতে গেলে তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ওই বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, বিষয়টি তার জানা নাই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/অ