র্যাব-৫ এবং র্যাব-৪ সদর কোম্পানির যৌথ অভিযানে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকা থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি শামীম সরদার (২৫) কে ২৭শে অক্টোন্বর রাত সাড়ে দশটার সময় গ্রেফতার করা হয়।
একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত শামীম সরদার শরীয়তপুর জেলার নড়িয়া থানার মোল্লাকান্দি মহিষখোলা গ্রামের রুহুল আমিনের পুত্র।ঘটনা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার বারইল এলাকার বাসিন্দা মোঃ আসিফ হোসেন মন্ডল ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে এক তরুণীকে বিবাহ করেন। বিবাহের পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ভাবেই চলছিল। আসিফ জীবিকার তাগিদে ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতেন।
আসিফের চাচী মোছাঃ লিমা বেগমের ছোট ভাই শামীম সরদার হওয়ায় তিনি আসিফদের বাড়িতে অবাধে যাতায়াত করতেন। আসিফ বাড়িতে না থাকার সুযোগে গত ২৬ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৩টায় আসামি শামীম ভিকটিমকে কেনাকাটার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে আনে। পথিমধ্যে ইটাখোলা বাজার মোড়ে পূর্বপরিকল্পিতভাবে ৩-৪ জন সহযোগীর সহায়তায় একটি সাদা মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায় এবং সেখানে ভিকটিমকে ধর্ষণ করে।
ঘটনার বিষয়ে ভিকটিমের স্বামী আসিফ হোসেন মন্ডল স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ক্ষেতলাল থানায় মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি-৩ আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/অ