Dhaka, Monday | 15 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 December 2025 | English
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে
শিরোনাম:

মুন্সীগঞ্জ-৩: প্রার্থী পরিবর্তন ও হামলার ঘটনায় তদন্ত দাবি মহিউদ্দিন

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৭০)

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে সাম্প্রতিক হামলা ও ভাঙ চুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. মহিউদ্দিন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং ভাঙ চুর হওয়া অফিস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মো. মহিউদ্দিন বলেন, মুন্সীগঞ্জ জেলার সদর ও গজারিয়া উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভাবে অংশ নিয়েছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ জেলার অসংখ্য মানুষ রক্ত দিয়েছে, কারাবরণ করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন থেকেছে। এই ত্যাগ ও সংগ্রামের প্রেক্ষাপটে মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে অবিলম্বে পরিবর্তনের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ও অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।

হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, (৫ ডিসেম্বর) শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের দোসররা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের ব্যক্তিগত অফিস ও তার ব্যবহৃত গাড়ি ভাঙ চুর করে। এ সময় ৭ থেকে ৮ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আলহাজ্ব মো. মহিউদ্দিন বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। দলীয় মনোনয়ন পেলে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আর মনোনয়ন না পেলে গজারিয়া ও সদর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে, বিশেষ করে আব্দুল হাইয়ের নেতৃত্বাধীন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসীম, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলী হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝