কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।
জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন সহঅনেকেই। মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এফপি/জেএস