পাইকগাছা উপজেলার চাঁদখালীর নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
এ সময় সেখানে একটি ভেকু মেশিন সহ মাটি পরিবহনে ব্যবহৃত ৭ টি পিকআপ পাওয়া যায়। পরবর্তীতে যানবাহনের ৮ টি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা গেছে, রবিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী।
অভিযান শেষে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের ৮ টি ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা ভূমি অফিস, পাইকগাছা থানা পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
এফপি/জেএস