বাংলাদেশ–মায়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের তীরেরডিভা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। এতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে দুর্গম সীমান্ত এলাকার বেসামরিক জনগণের মানবিক সহায়তায় নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তা বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মংচিং মারমা বলেন, এলাকাটি অনেক দুর্গম হওয়ায় চিকিৎসা পাওয়া কঠিন। বিজিবির এই উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরাও বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা আরও জোরদার করছে।
এফপি/জেএস