Dhaka, Monday | 15 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 December 2025 | English
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে
শিরোনাম:

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ এএম  (ভিজিটর : ৭)

প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন রাজনীতির ‘বরপুত্র’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর জন্য বাড়ি প্রস্তুত করা হচ্ছে। ধবধবে সাদা চুনকাম করা হয়েছে একতলা বাড়িটিতে।


বিএনপির লন্ডন শাখা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের সাধারণ যাত্রীবাহী বিমানে আসবেন তারেক রহমান। শিডিউল অনুযায়ী, বিমানটি আগে সিলেটের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এরপর বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সঙ্গে থাকবেন তাঁর কন্যা জাইমা জারনাজ রহমান।


গত শনিবার রাজধানীর গুলশানের গুলশান এভিনিউ সড়কে ১৯৬ নম্বর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির সামনে দুটি গেট। গেট দুটির সামনে বসানো হয়েছে স্টিলের ব্যারিকেড। আর সড়কের ওপর স্থাপন করা হয়েছে তিনটি নিরাপত্তা বাক্স। বাড়ির প্রাচীর ও ভেতরে রুমগুলো সাদা রঙে মুড়িয়ে দেওয়া হয়েছে।


বাড়ির নিরাপত্তায় রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।


বাড়ির আশপাশ : গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে উত্তর দিকে চলে গেছে গুলশান এভিনিউ সড়ক। এই সড়কে রয়েছে অন্তত দুটি দেশের দূতাবাস। বাড়ির ঠিক সামনে তিনটি বহুতল ভবন।


এ ছাড়া একতলা একটি স্থাপনা ও আরেকটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। বাড়ির উত্তর পাশে তিনতলা পুরাতন ভবন রয়েছে। বাড়ির দক্ষিণ পাশের ৭৯ নম্বর সড়কেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’। বেগম জিয়া ও তারেক রহমানের বাসভবনের অবস্থান পাশাপাশি। ১৯৬ নম্বর বাড়ি থেকে ‘ফিরোজা’ পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা। দেয়ালের ওপর কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য বাড়ির সামনে তিনটি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। আর বেগম জিয়ার বাড়ির সামনে চারটি পুলিশ বক্স আগে থেকেই রয়েছে। দেড় বিঘা আয়তনের বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এই বাড়ির জায়গাটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দিয়েছিল তৎকালীন সরকার। দীর্ঘ সময় তাঁর দখলে না থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বর্তমান সরকারের পক্ষ থেকে নামজারির কাগজ বাসায় পৌঁছে দেওয়া হয়। বাড়িটিতে তিন বেড রুম, ড্রয়িং, ডাইনিং ও লিভিং রুম রয়েছে। ফাঁকা জায়গায় কিছু গাছও আছে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির ভেতরে সংস্কারকাজ চলছে। নতুন দরজা-জানালা লাগানো হয়েছে। তবে সংস্কার শেষ না হওয়ায় কোনো আসবাব আনা হয়নি।


যেখানে দলীয় কাজ করবেন: জানা গেছে, গুশলানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েই দলীয় কাজ করবেন তারেক রহমান। এ জন্য ভবনটির দ্বিতীয় তলায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছাড়াও আরেকটি কামরা প্রস্তুত করা হয়েছে, যেখানে আগে বসতেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে মহাসচিবের কামরা চেয়ারপারসনের কার্যালয়ের নিচতলায় সরিয়ে আনা হয়েছে। এই কার্যালয়টিরও সংস্কার করা হচ্ছে। কার্যালয়ের প্রধান গেটে লাগানো হয়েছে রিমোট কন্ট্রোল দরজা। রয়েছে পকেট গেটও। ভবনের পেছনের অংশের ফাঁকা জায়গায় টিনের শেড লাগানো হয়েছে। ভবনের দেয়ালে রং করা হয়েছে। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও একটি কামরা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য।


তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছেচেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্য সংখ্যা আগে ছিল ১০ জনএখন তা বাড়িয়ে ২৫ জনের বেশি করা হয়েছেতারেক রহমানের নিরাপত্তার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর কালের কণ্ঠকে বলেন, ‘সিএসএফ গঠিত কিছু অবসরপ্রাপ্ত অফিসারসৈনিক দিয়েচেষ্টা করা হয়, এসএসএফে যাঁরা চাকরি করেছেন তাঁদের রাখতেসিএসএফ সাধারণ ক্রাউড নিয়ন্ত্রণ করতে পারেকিন্তু কারো যদি কোনো আত্মঘাতী কিছু করার পরিকল্পনা থাকে, সেটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের সে রকম সক্ষমতা গড়ে ওঠেনিগড়ে ওঠা সহজও নয়তবে আমি বলি, এসএসএফ সবচেয়ে উপযুক্তসিএসএফ তারেক রহমানের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম নয়তারা উনার বাসার নিরাপত্তা দেবেকিন্তু উনি যখন মুভ করবেন, যখন জনগণের সঙ্গে মিশবেন তখন নিরাপত্তার দিক থেকে কোনো আপস করা যাবে নাএটা করার জন্য আছে এসএসএফ। এ কাজে তারাই কিন্তু সবচেয়ে দক্ষতাদের ট্রেনিং দেওয়া হয় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলেকোন কোন জায়গা থেকে হুমকি আসতে পারে, তারা সেদিকেই নজর রাখেতাই ডিফেন্স ম্যানেজমেন্টের জন্য এসএসএফ সেরা।’


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাড়ির সংস্কারের বিষয়টি তদারকি করছেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, নতুন বাসার সংস্কার চলছে, শেষ হয়নি। তবে উনার মা যেখানে থাকেন, সেখানেও তিনটি রুম রেডি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলে ওখানেও উঠতে পারেন।


বিএনপির প্রস্তুতি : তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘প্রথমত, চেয়ারম্যান সাহেব আসবেন এ জন্য প্রস্তুতি লাগবে না? মানুষ প্রস্তুত হয়েই আছেন। এখন তাদের কিভাবে শৃঙ্খলে আনব, সেটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। তাঁর আগমনে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। তিনি আসলে মানুষের সঙ্গে মিশবেন, হাঁটবেন। মানুষ বিএনপির প্রতি আগ্রহী হবে। আগে উনি দূরে থেকে নেতৃত্ব দিতেন, আসার পর সবার সামনে থেকে নেতৃত্ব দেবেন।’


তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করতে চায় বিএনপি। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরীর দায়িত্বশীল নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঢাকা মহানগর উত্তর শাখার বিএনপির। এই শাখার আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন, ‘তারেক রহমান এখন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, উনি সারা বাংলাদেশের গণমানুষের নেতা। স্বৈরাচারমুক্ত হয়ে আমরা গণতন্ত্রের দিকে একটি ধাপ এগিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এলে আমরা গণতন্ত্রের আরেকটি ধাপ এগিয়ে যাব। আর জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব।’


প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারি মাসে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর আটক করা হয় তারেক রহমানকে। এরপর ১৮ মাস কারাগারে থাকার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হন চিকিৎসা নেওয়ার জন্য। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর দেশে আসেন। তবে তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা জারনাজ রহমান লন্ডনেই আছেন।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝