ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ (মেঘমালা) মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার রেজওয়ানা আফরিন।
সভায় আরো উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এছাড়াও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুলাহ আল কায়েস এবং গনঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী কাজী হায়াত উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।
এফপি/জেএস