মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘১ম মুক্তির উন্মেষ উৎসব ২০২৫’।
বাংলাদেশ মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ রয়েল স্বেচ্ছাসেবী টিমের সার্বিক সহযোগিতায় সোমবার (১৫ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবটি বাস্তবায়ন করে মুক্তির উন্মেষ উৎসব উদযাপন পরিষদ।
স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রির সভাপতিত্বে এবং নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, জলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুল হক, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, পৌর যুবনেতা মামুন সরদার, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
উৎসবের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধভিত্তিক রচনা প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অনুভূতি ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। প্রতিযোগিতাগুলো নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশ গঠন, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবময় অর্জনের স্মারক—এই চেতনাই ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে হবে।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন “বাংলাদেশ মানব কল্যান ফাউন্ডেশন” এর রয়েল সেচ্ছাসেবী উদ্যোক্তা মোহাম্মদ রাসেল কবির, তালহা সরদার রানা, জিহাদুল ইসলাম জীবন, আমিনুল ইসলাম, মুইন ইসলাম, মোঃ সিয়াম, মোসাঃ মৌরিন নুসরাত জাহান ফারহা প্রমূখ।
এফপি/জেএস