সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রোথ সেন্টার মার্কেট আজোবধি চালু হয়নি। অব্যবস্থাপনা ও দীর্ঘ সময় ধরে ব্যবহৃত না হওয়ায় মার্কেটটি এখন গরু ও ছাগলের অবাধ বিচরণক্ষেত্র, পাশাপাশি পরিত্যক্ত শেডে মাদকসেবী ও জুয়ারীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
২০০৮ সালে উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলোর পাশে নির্মিত এই গ্রোথ সেন্টার মার্কেটে মহিলা বিপণী বিতান, মাছ-মাংস-সবজির আলাদা আলাদা শেড, কসাইখানা, টিউবওয়েল, বৈদ্যুতিক পাম্প ও টয়লেট রয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মার্কেট চালু না হওয়ায় উপজেলা ভূমি অফিস, মধ্য ও পশ্চিম বাজারে যানজট ও পরিবেশ দূষণ বেড়েছে।
মাছিমপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, “মার্কেটটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। নদীর পাড়ে নির্মিত হলে ব্যবসায়ীদের সুবিধা হতো।”
সদর ইউনিয়নের সাবেক (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী জানান, “তৎকালীন প্রশাসন ও ক্ষমতাসীন সরকারের অসহযোগিতার কারণে মার্কেট চালু করা যায়নি। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।”
উপজেলা এলজিইডি'র উপসহকারী প্রকৌশলী জসীম উদ্দিন বলেন, “স্থানীয় ব্যবসায়ীদের আগ্রহ না থাকার কারণে মার্কেট চালু হয়নি।”
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, “স্থানীয়দের সহযোগিতা থাকলে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে।”
এফপি/জেএস