শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড নিয়ে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পাকিস্তানি বাহিনীর পক্ষে সাফাই দেওয়ার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন।
দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী নেতা-কর্মীরা। এ সময় প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। আন্দোলনে সংহতি জানান শাখা ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নসহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
তালা দেওয়ার পর চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়, কোনো যুদ্ধাপরাধী বা তাদের দোসরদের অর্থে নয়। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপ-উপাচার্য পাকিস্তানি বাহিনীকে যোদ্ধা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যা সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের নিরীহ মানুষ হত্যা করেছে, মা-বোনদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। এমন বক্তব্য দিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দায়িত্বে থাকতে পারেন না। তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলা সভাপতি ধ্রুব বড়ুয়া বলেন, উপ-উপাচার্যের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তার বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হয়, ১৯৭১ সালে তিনি থাকলে রাজাকারের ভূমিকাই পালন করতেন। এমন মানসিকতার ব্যক্তির কাছ থেকে শিক্ষার্থীরা কোনো নৈতিক শিক্ষা পেতে পারে না।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চবি প্রশাসনের আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, (১৬ ডিসেম্বর) আত্মসমর্পণের দিন নির্ধারিত থাকায় পাকিস্তান সেনাবাহিনী ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা জীবিত না মৃত অবস্থায় ফিরবে—সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এই প্রেক্ষাপটে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে—এই ধারণা তিনি অবান্তর বলে মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং বাংলাদেশকে অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করার লক্ষ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এই বক্তব্য প্রকাশের পরই রোববার রাত সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলসহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা উপ-উপাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান।
এফপি/জেএস