নোয়াখালীর হাতিয়ায় জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদের লক্ষে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল আজিজ আজাদ জানান, তিনি ২০১৮ সালে বৈধভাবে ৪০ ডিং জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন এবং পরিবারসহ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু সোমবার গাছ কাটার সময় হঠাৎ আব্দুল রহমান, বাহার, জাহের, মঞ্জু ও রিয়াজসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, “হামলাকারীরা আমাকে জানায়, এই জমি তাদের এবং আমাকে আজই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা লোহার রড দিয়ে আমাকে ও আমার স্ত্রী মারজানকে এলোপাতাড়ি মারধর করে। আমাদের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করে গুরুতর আহত করা হয়।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আমি, আমার স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের মোট ছয়জন সদস্য মারাত্মকভাবে আহত হই। এ সময় সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর ভাঙচুর করে এবং স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।”
আহতদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ আজাদ বলেন, “আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আরও হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এফপি/জেএস