Dhaka, Thursday | 30 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 30 October 2025 | English
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে এস আলমের অভিযোগ
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
শিরোনাম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৫৫তম ম্যানেজমেন্ট ডে উদযাপন

প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:২৪ পিএম  (ভিজিটর : ১৮)

২০২৫ সালের ২৯ অক্টোবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ আনন্দঘন ও একাডেমিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে টি.এস.সি. অডিটোরিয়ামে তার ৫৫তম ম্যানেজমেন্ট ডে উদযাপন করেছে।

দিনটি শুরু হয় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে, যেখানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং উদ্দীপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয় প্রশাসনবিষয়ক মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দা সায়মা হক বিদিশার ঘোষণার মাধ্যমে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “২১ শতকে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা” শীর্ষক একটি প্যানেল আলোচনা, যেখানে বিশিষ্ট বক্তারা অংশগ্রহণ করেন এবং একাডেমিক বিষয়ক মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই সঙ্গে, দীর্ঘ প্রতীক্ষিত ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উৎসবমুখর এই আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র অধ্যাপকবৃন্দ, সম্মানিত অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও স্পন্সরিং অংশীদাররা। দিনব্যাপী অনুষ্ঠানটি সমাপ্ত হয় পুরস্কার বিতরণীর মাধ্যমে, যেখানে কেস কম্পিটিশন, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট এবং বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝