বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে আজ কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। নবীনদের বরণকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে সোনার বাংলা সার্কাস, লালন ও সাব-কনশাস। নবীনদের জন্য আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণসহ মাদকবিরোধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালায়ের প্রক্টোরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে বলেও জানা গেছে।
এর মধ্যে নবীন বরণ আয়োজনের অর্থায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে তামাকজাত পণ্য উৎপাদনকারী ‘রিয়াল ডায়মন্ড’ নামের একটি সিগারেট কোম্পানি। মাদকের বিরুদ্ধে অভিযোগ জিরো টলারেন্স নীতির সঙ্গে এই স্পন্সরশিপের সামঞ্জস্যতা নিয়ে সমালোচনাও হচ্ছে সংশ্লিষ্ট মহলে।
সতেচন মহলের কড়া বক্তব্য, “একটি শিক্ষা প্রতিষ্ঠানে তামাক কোম্পানিকে স্পন্সর হিসেবে স্বাগত জানানো নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক বার্তা দেয় এবং ক্যাম্পাসে মাদককে প্রকাশ্যে প্রমোট করে যা শিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। প্রশাসনকে এ ধরনের অনৈতিক স্পন্সরশিপ তৎক্ষণাৎ বাতিল করতে হবে।”
এ বিষয় সহকারী প্রক্টর ইলিয়াস হোসেন জানান স্পন্সারে যাদের রাখা হয়েছে এ বিষয় ওরিয়েন্টেশন কমিটি জানে তবে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে তৎপর থাকবে প্রশাসন।
ওরিয়েন্টেশন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সানজিয়া সুলতানা বলেন , “এ বিষয় কিছু বলতে পারবো না, এ গুলো জানি না আমি এগুলো এরেন্জ করেছে আহ্বায়ক মহোদয় তবে কত টাকা স্পন্সার দিয়েছে এই প্রশ্ন করলে তিনি জানান আপনি আহ্বায়ক স্যারের সাথে যোগাযোগ করেন ।”
এফপি/এমআই