ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহকদের জমানো টাকা ফেরত চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুর জেলার ক্ষতিগ্রস্থ গ্রাহকবৃন্দ।
রংপুর জেলার ক্ষতিগ্রস্থ গ্রাহকবৃন্দ’র ব্যানারে বুধবার (২৯ অক্টোবর) সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়ে সেখানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রাহক ইসরাফিল, শওকাত হোসেন, মোর্শেদুল ইসলাম, মাহাদী আজাদ, আব্দুল হালিম আতিকুল্লাহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, “বিমা করি সবাই মিলে, সঞ্চিত টাকা দেই সাগরে ফেলে” আমরা শ্লোগানকে সামনে রেখে আজকের মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা মানববন্ধন থেকে বলতে চাই আমাদের কষ্টের টাকা এই ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে জমিয়েছি। তাহলে মেয়াদ শেষ হলেও টাকা কেনো পাবোনা। ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ কেনই বা পালানোর চেষ্টা করছে। এর জবাব সরকারের কাছে চাই কেনোনা সরকার অনুমোতি না দিলে তারা এভাবে মানুষকে বোকা বানাতে পারতো না। তাই সরকারের কাছে আমাদের দাবি। অতিসত্বর আমাদের গচ্ছিত টাকা আমাদের ফেরত দেয়া হোক না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
উল্লেখ্য- গত শনিবার ভোররাতে রংপুরের ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী অফিসের মালামাল ট্রাক বোঝাই করে পালিয়ে যাবার চেষ্টা করে বলে দাবি জানায় গ্রাহকরা। সে সময় অফিস স্টাফ বলেন আমরা পুরোতন মালামাল বিক্রি করে নতুন যায়গায় সিফট হচ্ছি।
এফপি/অ