নওগাঁর পোরশায় অনুমোদন ও মানহীন নকল মেডিসিন কারখানার সন্ধান পাওয়া গেছে। এই কারখানায় উৎপাদিত নকল অনুমোদনহীন ও মানহীন পশুখাদ্য কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের অভিযানে একজনকে আটক করা হয়েছে।
উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়াস্থ ভিলেজ এগ্রোভেট নামক প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
অভিযানে লাইসেন্স ব্যতীত পশু খাদ্য তৈরি, অনুমোদন ব্যতীত পশুদের প্রায় ৬২ রকমের মানহীন ফুড সাপ্লিমেন্ট/ মেডিসিন তৈরি, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ধারায় ভ্রাম্যমাণ আদালতে ভিলেজ এগ্রোভেটের পরিচালক রবিউল আউয়ালকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে মানহীন ও অনুমোদনহীন পশুখাদ্য তৈরি ও বাজারজাতকরণের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ পশুখাদ্য (ফুড সাপ্লিমেন্ট/মেডিসিন) জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসন এর নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহাম্মেদ, পুলিশবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এফপি/রাজ