আনসার সদস্যদের দ্রুত তৎপরতা ও পানির সহজ জোগানের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে খাগড়াছড়ি বাজার।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পার্বত্য খাগড়াছড়ি জেলার সদর উপজেলার পান বাজার এলাকায় একটি টিনসেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি-নির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আকলিমা নাজনীন, দলনেত্রী, ০৬ নং ওয়ার্ড, সদর, খাগড়াছড়ি এর তথ্যের ভিত্তিতে জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি জনাব মো: আরিফুর রহমানের নির্দেশনায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে প্রথম রেসপন্স হিসেবে ১৩ জন হিল আনসার সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উদ্ধার ও অগ্নি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দ্বিতীয় রেসপন্স হিসেবে খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের ২৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সঙ্গে যোগ দেন।
ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সদস্যদের দ্রুত, সমন্বিত ও সাহসী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে উক্ত গোডাউনসহ পার্শ্ববর্তী আরও তিনটি গোডাউনের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে মানবিক সেবায় আনসার-ভিডিপি সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সদস্যদের এই সাহসিকতা ও নিষ্ঠা দেশের প্রত্যন্ত অঞ্চলে “গণমানুষের বাহিনী” হিসেবে আনসার-ভিডিপির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
এফপি/এমআই