Dhaka, Thursday | 30 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 30 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

আনসার-ভিডিপি জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে: মহাপরিচালক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ১৫০)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, ঐক্য ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন— “রাষ্ট্রের নিরাপত্তা ও জনসেবার সম্মিলিত প্রয়াসে আনসার-ভিডিপি দেশের জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে।”

আজ বৃহস্পতিবার খুলনা রেঞ্জের প্রশাসনিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ ধাপ) কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। 

মহাপরিচালক তাঁর সফরকালে খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং রূপসা উপজেলার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মহাপরিচালক বলেন, “প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বিস্তৃত এই বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ পরিবর্তন ও উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

তিনি আরও বলেন, “দেশের বিশাল সংখ্যক তরুণদের আর্থসামাজিক দুর্দশার যে জায়গা রয়েছে, সেগুলোকে সম্মিলিত  সমৃদ্ধিতে রূপান্তরিত করার ভূমিকা বাহিনীর অন্যতম ম্যান্ডেট। তাই ঐক্য, শৃঙ্খলা ও দায়বদ্ধতার ধারা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।”

ব্যক্তিগত শৃঙ্খলাকে বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, “নিজেকে সমাজ পরিবর্তনের প্রভাবক ও বাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নিজ শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা অপরিহার্য।”

এ সময় তিনি আনসার বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “একজন প্রশিক্ষিত সদস্য যাতে তার জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে আত্মনির্ভরশীল হতে পারেন, সেই সুযোগ তৈরি করছে বাহিনীর সঞ্জীবন প্রকল্প। জীবিকা নির্ভর এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা যেমন সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন, তেমনি নিজেদের পরিবারের সমৃদ্ধি সুনিশ্চিত করতে পারবেন।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মহাপরিচালক সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, তৃণমূল আনসার-ভিডিপি সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবেন।

মহাপরিচালকের এই গুরুত্বপূর্ণ সফরকালে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক (খুলনা রেঞ্জ) মোঃ নুরুল হাসান ফরিদী, পরিচালক (৩ আনসার ব্যাটালিয়ন) মোল্যা আবু সাইদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝