সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বুধবার বিকেলে শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
সভায় বিভাগীয় কমিশনার স্থানীয় প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, জনভোগান্তি নিরসন, এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে মতামত গ্রহণ ও নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সরকারি সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খানসহ উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি।
সভায় বক্তারা উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে জনসম্প্রক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং জনসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
এফপি/অ