গাজীপুরের টঙ্গীর কেরানিরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় তিন কেজি গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর কেরানিটেক বস্তি এলাকার সুলতান এর ছেলে মাদক সম্রাট সাদ্দাম হোসেন (৩৫) ও একই এলাকার বাদশা দেওয়ানের মেয়ে ও শীর্ষ মাদক কারবারি রঞ্জুর স্ত্রী সালমা (৩৬)।
জানা যায়, বুধবার রাতে টঙ্গী কেরানিরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। এসময় ওই এলাকার জনৈক বাবলু মিয়ার দোকানের সামনে মাদক কারবারিরা গাঁজা কেনাবেচা করছিলেন। তাদের তিন কেজি গাঁজাসহ আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/অ