Dhaka, Thursday | 25 December 2025
         
English Edition
   
Epaper | Thursday | 25 December 2025 | English
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো
শিরোনাম:

উৎসবের আমেজে পাইকগাছায় বড়দিন উদযাপন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম  (ভিজিটর : ৬০)

খুলনার পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনসহ বেতবুনিয়া, লক্ষীখোলা, চাঁদখালী, কাটিপাড়া, গদাইপুর, হরিঢালী, ও গড়ইখালী এলাকায় অবস্থিত মোট ৪০টি চার্চে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুভ বড়দিন পালিত হবে।

বড়দিন উপলক্ষে প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনা সভা, উপাসনা, ধর্মীয় আলোচনা ও আনন্দঘন আয়োজন করা হয়। এ উপলক্ষে চার্চগুলো বর্ণিল আলোক সজ্জা ও নান্দনিক সাজ সজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে।

পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের মাস্টার আনন্দ মন্ডল জানান, এ বছর সরকারি ভাবে প্রতিটি চার্চে ৫০০ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়াও পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী কেন্দ্রীয় ক্যাথলিক মিশনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এ অনুদানের জন্য পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীসহ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝