স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মিঠুন আর্চায্য অনুজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, (২৪ ডিসেম্বর) বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মিঠুন আর্চায্য অনুজ স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর এবং স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি স্বরূপকাঠি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নারায়ণ চন্দ্রের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, কিছু দিন যাবত তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি হাসান জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/জেএস