জনগুরুত্ব বিবেচনায় পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও বাড়িয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেট্রোরেল টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির সুবিধা এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর, যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। এ বিষয়ে সরকার নতুন করে এই অব্যাহতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এফপি/অ