| শিরোনাম: |

রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এফপি/অ
পত্নীতলায় সাংবাদিকের ওপর হামলা: দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শীতের রাতে পাড়া-গ্রামে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলার ধুম
তানোরে ফসলি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ওয়াসা খুলনাবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে
খুলনায় ক্যান্সার হসপিটাল গুয়াজ্জু' র দুইদিনব্যাপী একাধিক কর্মসূচি