| শিরোনাম: |

রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত দুই দিন ধরে তাপমাত্রা কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আজ সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
সেই সঙ্গে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সকালের দিকে হালকা হতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
এফপি/অ