রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার পীরগাছা থানা পুলিশ। গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বড়বাড়ি এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।
জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বর্তমান সরকার উপজেলা পরিষদ ভেঙ্গে দেয়। এর আগে গত বছর (২৫ ডিসেম্বর) রাতে তাকে আটক করে যৌথ বাহিনী। পরে কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাবাস করে জামিনে মুক্তি পান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতয়ালী থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/জেএস