রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের মিশন এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নাসিরুদ্দিন বাবু (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (ভেকু) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতে তানোর থানা পুলিশের একটি দল, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতা করেন।
এফপি/জেএস