আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর - ৩ (মেলান্দহ - মাদারগঞ্জ) আসনে ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে রুবেল মিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) বেলা ১২টার দিকে জামালপুর- ৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির মাদারগঞ্জ উপজেলার নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন রুবেল মিয়া'র বাবা মোঃ আব্দুর রাজ্জাক, গণঅধিকার পরিষদ (জিওপি) এর মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম জাকির, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি শান্ত হাসান।
এফপি/জেএস