নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মার্কেটে অবস্থিত এস.এ টেলিকম (প্রোঃ নুরুল ইসলাম) এর দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক নুরুল ইসলাম জানান, তিনি ও তার ছেলে শাকিল আহমেদ এবং ভাগিনা বাপ্পি যৌথভাবে দোকানটি পরিচালনা করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে তার ভাগিনা দোকানে এসে দেখতে পান, শাটারে আগের তালার পরিবর্তে অন্য একটি তালা লাগানো। পরে পাশের শাটার খুলে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, দোকানের তাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬০টি দামি স্মার্টফোন চুরি হয়েছে। তবে বাটন ফোনগুলো অক্ষত ছিল। এছাড়াও ক্যাশে রাখা প্রায় এক লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে একটি চক্র। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা বলে জানান দোকান মালিক।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৪–৫ জনের একটি চক্রকে দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। দোকানটি সেনাবাহিনী পরিচালিত একটি মার্কেটের ভেতরে অবস্থিত হওয়ায় বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। পাশাপাশি বাগাতিপাড়া মডেল থানাতেও বিষয়টি জানানো হয়েছে।
দয়ারামপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আনসার আলী মন্ডল জানান, সকাল ১০টার দিকে তিনি ঘটনার খবর পান। তিনি ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে কয়েকজনের মুখ স্পষ্ট দেখা গেলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/জেএস