বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে মাইলফলক হিসেবে দেখছে নতুন রাজনৈতিক দল অপরাজেয় বাংলা।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো দলটির প্রচার বিভাগের মোহনা ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে দলটির মহাসচিব এম এ এন শাহীন বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টদের প্রতিটি ন্যারেটিভ, সমস্ত কালিমা অবলোপন করে স্বদেশে ফিরছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এতে আরও বলা হয়েছে, তার এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সার্ক অঞ্চলের ২০০ কোটি মানুষ, বাংলাদেশের পূর্ব প্রান্তে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ আসিয়ান দেশগুলো ও চায়নাসহ দূর প্রাচ্যের দেশের এবং ৪৫০-৫০০ কোটি মানুষের অসাধারণ সংযোগস্থল বাংলাদেশ ২০৩০-৩১ অর্থ বছরের মধ্যে ট্রিলিয়ন ডলার ইকোনোমিসহ এই অঞ্চলের স্মার্ট জিও নেশন হিসেবে হয়ে ওঠার প্রথম ফেইজ হবে।
অপরাজেয় বাংলা বলে, বাংলাদেশকে একটি অনন্যসাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন একজন দূরদর্শী মহানায়ক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। পুরো দক্ষিণ এশিয়ার একমাত্র লিভিং লিজেন্ড বেগম খালেদা জিয়ার অসাধারণ উত্তরাধিকার তারেক রহমান গণমানুষের প্রত্যাশা ৭১-এর চেতনার ভিত্তিতে এবং ২৪-এর আকাক্সক্ষা ধারণ করে মানুষের এসপিরিশান সম্মান জানিয়ে দেশ এগিয়ে নিবেন।
বিবৃতিতে অপরাজেয় বাংলা তারেক রহমানকে স্বাগত জানিয়ে সকল ধরনের সহায়তার নিশ্চয়তা দিয়েছে।
এফপি/এমআই