ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি সিএনজি ও একাধিক মোবাইল ফোনও জব্দ করা হয়।
(২৪ ডিসেম্বর) বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুটি ইউনিয়নের রামপুর এলাকায় আ. মান্নান মেম্বারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এসময় এসআই মো. নিজাম উদ্দিন, এসআই হারুনুর রশিদ, এএসআই আবু রায়হানসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানে কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ওয়াসিম (৩৭), কামালপুর গ্রামের রিজিক মিয়ার ছেলে মো. হিমেল (২২), উত্তর চকবস্তা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (১৯) -কে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় অন্য দুইজন আসামি পালিয়ে যায়। পলাতকরা হলেন— উত্তর চকবস্তা গ্রামের মো. বাছির (৪৫) ও মো. ইমাম হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে, জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনা ও সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের তদারকি এবং কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১২৫ কেজি গাঁজা, নাম্বারবিহীন সিএনজি, একটি ওয়ান প্লাস, একটি রিয়েলমি এবং একটি রিডমি ব্র্যান্ডের ডিসপ্লে ভাঙা বন্ধ মোবাইল ফোনও জব্দ করা হয়।
কসবা থাসার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এফপি/জেএস