ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণিল উৎসব শুরু হয়েছে। “আলোকিত ১৫০ — সুন্দর পৃথিবীর জন্য আমরা” স্লোগানে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
শহরের বোর্ডিং মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিদ্যালয়ের ১৯৫১ সাল থেকে ২০২৫ সালের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ভিড় জমালে চারদিকে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ)’ উৎসবের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোমুগ্ধকর ডিসপ্লে, আর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠিখেলার পরিবেশনায় উৎসব প্রাঙ্গণ মাতিয়ে তোলে লাঠিয়াল দল। পরে বর্ণাঢ্য র্যালি শহরের পুরাতন জেল রোড, হাসপাতাল সড়ক, কাচারী পুকুর পাড় ও হালদারপাড়া প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।
অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। দুই দিনব্যাপী এ উপলক্ষে স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, কৃতি ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদানসহ নানা আয়োজন ছিল।
প্রসঙ্গত, ১৮৭৫ সালে তৎকালীন সমাজসেবক অন্নদা প্রসাদ রায় ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দেড় শতকের এ দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাঙ্গনে ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসেবে স্বীকৃত।
এফপি/জেএস