নাটোরের বড়াই গ্রাম উপজেলায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) আনুমানিক ১টা ১৫ মিনিটে বড়াইগ্রাম থানাধীন মানিকপুর এলাকায় চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল দিক থেকে আসা একটি ট্রাক থেকে তল্লাশি করেন। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. শামিম (৩০)। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার খালইভরা গ্রামের মোঃ খুরশেদ আলমের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এফপি/জেএস