দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধীর পৈতৃক বসতভিটা ও আবাদি জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। অভিযুক্ত শ্রী নৌতন চন্দ্র দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এদিকে ভুক্তভোগী পরিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড, পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় দেউল চাকলাপাড়া এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শ্রী কালিয়াচন্দ্র রায়ের সভাপতিত্বে প্রায় দুই শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন , গত ২১ অক্টোবর সকালে দেউল চাকলাপাড়া গ্রামের মৃত তারনী কান্ত দাসের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শুভ চন্দ্র দাসকে (২৩) প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী নতুন চন্দ্র সরকার ও তার সহযোগীরা। অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী শুভকে ফুসলিয়ে এবং মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার বাবার নামীয় মোট ৯১ শতক জমি দলিল (নং-৬৫৪৫/২০২৫) মূলে নিজের নামে লিখে নেন নৌতন চন্দ্র দাস।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিবন্ধীর মা অঞ্জলি রানী, বোন শিল্পী রানী ও মঞ্জু রাণী, মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রবিউল ইসলাম নান্নু, মোঃ বেসার, মোঃ বক্কর এবং কাকা সন্তোষ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত নতুন চন্দ্র দাস, আ:লীগের দোসর ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে এই জমি আত্মসাৎ করেছেন।
ভুক্তভোগীর মা অঞ্জলি রানী জানান, জমি লিখে নেওয়ার বিষয়টি জানার পর তিনি নৌতন চন্দ্র দাস এর বাড়িতে গেলে তাকে মারধর করতে উদ্যত হন নৌতন চন্দ্র দাস এর বাবা অমূল্য চন্দ্র ও ভাই লিটন। এসময় ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ ওয়াদুদ আলী শাহ্ উপস্থিত থেকে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শুভ চন্দ্র দাস-এর মা অঞ্জলি রানী বাদী হয়ে নৌতন চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা আঃ ওয়াদুদ আলী শাহ্ সহ ৭ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড,পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ রক্ষায় এবং হারানো জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় মা।
এফপি/অ