নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুশুম্বা মসজিদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় কুশুম্বা মসজিদের সংরক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধা ও স্থাপনার সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, সুলতানি আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুশুম্বা মসজিদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত।
এফপি/জেএস