অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত দুই জনকে ১০ বছর এবং অপর একজনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি তাদের তিনজনকে অর্থদন্ড, অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস।
তাদের দু'জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, দু'জনকে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শুনানি চলাকালে মো. রবিউল হক বিশ্বাস ও মো. শফিউল হক বিশ্বাস পলাতক রয়েছেন। অপর আসামি এস এম ইমদাদুল হক আদালতে উপস্থিত ছিলেন।
এফপি/অ