খুলনায় মানসিক ভারসম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে ওই যুবকের মরদেহ খুলনা আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড় থেকে উদ্ধার করা হয়। মৃত ওই যুবক হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার কাসতা গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে মো. মেহরাব হোসেন। সে গত ৭ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ ছিল।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ মিত্র বলেন, মৃত যুবক মেহরাব হোসেন মানসিকভাবে অসুস্থ ছিল। গত ৭ সেপ্টেম্বর চিকিৎসার জন্য বাবা মশিয়ার রহমানের সাথে খুলনায় আসে সে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও হয়। ৭ সেপ্টেম্বর মাগরিবের নামাজ আদায় করতে বাবার সাথে মসজিদে যায় মেহরাব। কিন্তু বাবার নামাজ শেষ হওয়ার আগে সে পেছন থেকে বাইরে চলে যায়। নামাজ শেষ হওয়ার পর মেহরাবকে না পেয়ে বাবা পাগলের মতো খুঁজতে থাকে। কোথাও না পেয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তারা খুলনা জেলাসহ বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকে।
তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে মোস্তর মোড়ে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আড়ংঘাটা থানা পুলিশ যায়। লাশ উদ্ধারের বিষয়টি পুলিশ এবং স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে থাকে। এমন একটি দৃশ্য দেখে মেহরাবের ছোট ভাই নাহিদ ইসলাম মোস্তর মোড়ে গিয়ে লাশটি শনাক্ত করে। তার শরীরের কোন আঘাতের চিহ্ন ছিল না।
এফপি/রাজ