ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসির রোকেয়া হল কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়।
দুপুর দেড়টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় প্রশাসনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন।
ছাত্রদলের অভিযোগ, প্রশাসন ইসলামী ছাত্রশিবিরের পক্ষ নিচ্ছে। নাছির উদ্দীন অভিযোগ করেন, “শিবিরপন্থী প্রার্থীর পক্ষে ব্যালটে আগেই সিল মারা হয়েছে বলে আমরা অভিযোগ করতে গেলে প্রশাসন আমাদের সঙ্গে অশোভন আচরণ করে এবং অভিযোগ শুনতেও চায়নি।”
অন্যদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূঁইয়া অভিযোগ করেন, “ছাত্রদল ও শিবির উভয় পক্ষ আচরণবিধি ভঙ্গ করছে। অথচ স্বতন্ত্র প্যানেলের কর্মীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত শিক্ষক সামিরা লুৎফা নিত্রা সামনে এসে ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করেন। তিনি বলেন, “এ কেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। সামান্য ভুল বোঝাবুঝি থেকেই পরিস্থিতি উত্তেজিত হয়েছে।”
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে এক শিক্ষার্থী অভিযোগ করেন, তার এক বান্ধবী রোকেয়া হল কেন্দ্রে শিবিরের পক্ষে সিলমারা ব্যালট দেখতে পেয়েছেন। তবে শিবিরপন্থী প্রার্থীরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “একুশে হলে কারচুপির অভিযোগ আড়াল করতেই এসব নাটক সাজানো হচ্ছে।”
এফপি/রাজ