আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার পিতা মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রাম নিবাসী হারেজ আলী মোল্লা বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকার পি.জি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতি- নাতনিসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর স্থানীয় হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় মরহুমের বড়ছেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, মাগুরার জেলা ও দায়রা জজ, মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি ও ছোটভাই সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, মাগুরা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তবর্গ জানাজায় অংশ নেন।
এফপি/এমআই