কুষ্টিয়ার শহরসহ ছয়টি উপজেলা জুড়ে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান। এসব দোকানের নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বিস্ফোরক লাইসেন্স। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদন ছাড়া সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া শহরের মুদি দোকান, ফার্মেসি, ক্রোকারিজ এমনকি ফাস্টফুডের দোকানেও এখন বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। বিক্রেতাদের অনেকেই স্বীকার করেছেন, তাঁদের দোকানের নেই কোনো বৈধ অনুমোদন। অনেকের আবার সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কেও ধারণা নেই। বিস্ফোরক ছাড়পত্র বা বৈধ অনুমোদনের কাগজ না থাকলেও নিয়ম মেনে বিক্রির দাবি তুলছেন অনেক দোকান মালিক। ব্যবসায়ী সংগঠনের তথ্যমতে, কুষ্টিয়া জেলায় খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিক্রেতার সংখ্যা পাঁচ হাজারের বেশি, যাদের অধিকাংশই অনুমোদনহীন।
সচেতন নাগরিক কমিটির সিনিয়র সদস্য মিজানুর রহমান লাকি বলেন, 'ছাড়পত্র ছাড়া যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বিক্রি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, 'অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, শিগগিরই প্রশাসনের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হবে। পাশাপাশি অবৈধ সিলিন্ডার কেনাবেচা রোধে ফায়ার সার্ভিস ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
এফপি/অ