চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ১২ কোটি টাকা মূল্যের ৫ কেজি চোরাচালানের সোনা খোয়া যাওয়ার ঘটনায় সোনা পাচারকারীরা ৫ জনকে অপহরণ করে। অপহরণের ২৪ দিন পর যশোরের ঝিকরগাছা থেকে অপহৃতদের উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) ভোররাতে ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের একটি খামার থেকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গার গোয়েন্দা পুলিশ।
জীবননগর সীমান্তে একটি স্বর্ণ চালান খোয়া যাওয়ার ঘটনায় গত ১২ ও ১৩ অক্টোবর তাদেরকে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে।
পুলিশ জানিয়েছে, জীবননগরের গোয়ালপাড়া গ্রামের মাঠপাড়ার শওকত আলী (৫৩) তার ছেলেসহ কয়েকজনকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, স্বর্ণ চোরাচালান ও আত্মসাতকে কেন্দ্র করে গত ১২ অক্টোবর সন্ধ্যায় জীবননগরের গোয়ালপাড়ার মাঠপাড়ার শফিকুল ইসলাম (৩৫) ও আনারুল ইসলামকে (৫০) অপহরণ করা হয়। এর পরদিন সকালে গোয়ালপাড়ার ক্লাবপাড়ার হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলামকে (৪৪) অপহরণ করা হয়।
ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে, একই এলাকার আব্দুল মজিদ (৪০), মিজানুর রহমান রুবেল (৩০), লালন মন্ডল (৪২), আব্দুস সামাদ (৪৫), বিপ্লব হোসেন (৫০) ও শাহীনকে (৩২)।
এ অভিযোগের পর মাঠে নামে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে এ অপহরণের সাথে জড়িত উপজেলার হরিহরনগর গ্রাম থেকে মৃত আব্দুল গণির ছেলে আজিজুল হক (৪৭) ও মো. মুন্নাফের ছেলে আমিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ যশোরের ঝিকড়গাছায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।
অভিযানের সময় ওই খামার থেকে আটক করা হয় শফিকুল ইসলাম (৩৫), বিল্লাল হোসেন (৪০), সাগরিকা খাতুন (২৮) ও গ্রাম্য চিকিৎসক বিকাশ দেবনাথকে (৩০)। তবে খামার মালিক রেজাউল ইসলাম ও আব্দুল গফ্ফার পালিয়ে গেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের বলেন, প্রাথমিকভাবে অপহৃতরা জানিয়েছেন- স্বর্ণের ৫০ পিস বার খোয়ার কারণে তাদের অপহরণ করা হয় এবং বন্দি থাকা অবস্থায় তারা অমানুষিক নির্যাতনের শিকার হন। অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং ভিকটিমদের সুরক্ষা নিশ্চিত করতেই বিশেষ টিম গঠন করা হয়েছিল। বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
এ দিকে নতুন করে আবার নতুনপাড়া সীমান্ত দিয়ে পাচারকালে এক কেজি স্বর্ণের বার লোপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত ৩ তিন ধরে নতুনপাড়া গ্রামের মিঠুর ছেলে শামীম ও রাসেল নামে দুই জন নিখোঁজ রয়েছে।
এফপি/অ