বিএনপি নেত্রী, রংপুর সদর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রিটা রহমান বলেছেন, বিএনপি'র মনোনয়নে যাদের নামগুলোন আসছে তারা চাঁদাবাজ ও দখলবাজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাদের পক্ষে কাজ করবো না। আমার চেয়ে যোগ্য প্রার্থী হলে আমি তাদের পক্ষে কাজ করবো।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রিটা রহমানের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রংপুরের প্রার্থী যিনি মনোনয়ন পেয়েছেন তার নামে অনেক অভিযোগ রয়েছে। তার পক্ষে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার নামে যে অভিযোগ আছেন আপনারা (সাংবাদিকরা) জানেন। আপনারা খোঁজ নিয়ে নিউজ করেন।
রিটা রহমান বলেন, আমার বাবা মশিউর রহমান জাদু বিএনপি ও ধানের শীশের নাম রেখেছেন। জিয়াউর রহমানের একনিষ্ঠ সহযোগী ছিলেন। আমিও বিএনপি'র প্রতিষ্ঠাকালীন ফাউন্ডার মেম্বার। আমার চেয়ে যোগ্য কে রয়েছে, আমি মনোনয়ন পাবোনা কেনো। আমি মনে করি বিএনপি'র নেতৃত্বে যারা আছেন তারা এই অন্যায় করবে না।
মিছিলে বদরগঞ্জের লোকের আগমনের জবাবে তিনি বলেন, আমার জন্য যারা আজ মিছিল করেছে তারা নিজে থেকে করেছে, তাদের জিজ্ঞাসা করে দেখেন সকলেই রংপুর সদর থেকে এসেছে তারা আমাকে ভালোবেসে এসেছে।
উল্লেখ্য- বুধবার বেলা ১২ টায় রিটা রহমানকে রংপুর-৩ আসনে সংসদ সদস্য পদে নমিনেশন দেয়ার দাবীতে রংপুর-৩ আসনের বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মিছিল হয়। অভিযোগ উঠে সেখানে অধিকাংশ মানুষ ছিলো রংপুর-২ আসন বদরগঞ্জের লোকজন। এছাড়ার রংপুর সদরের লোকজন ছিলো।
এফপি/অ